সন সর্বোৎকৃষ্ট মানের ছোলার ডাল নিজস্ব মেশিনে গুঁড়া করে অত্যন্ত যত্নের সাথে প্যাকেট করা। নানাবিধ সুস্বাদু ঘরোয়া নাস্তা তৈরিতে বেসনের ব্যবহার বহুবিধ। বেগুনী, আলুচপ বেসনের গোলায় ডুবিয়ে ডুবো তেলে ভাজা হয়। বেসন দিয়ে ডালের বড়াও অনেকে করেন। বেসনের তৈরি বুন্দিয়া, সেমাই , মিষ্টি ও হালুয়া ও খুব জনপ্রিয়। বাইরের পোঁড়া তেলের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে লকডাউনের এই দিনগুলোতে আসুন প্রিয়জনের জন্য সন্ধির সুস্বাদু বেসন দিয়ে নাসতা বানিয়ে ভালবাসার বন্ধনগুলোকে সুরক্ষিত রাখি।